Advertisement

Karnataka Gold Recovery: থরে থরে রাখা 5 কোটি নগদ, 106 কেজি গয়নার স্তূপ, ভোটের আগে ছাপ্পার প্রস্তুতি

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই উদ্ধার হল কেজি কেজি সোনা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে নগদ টাকাও। যেসব সামগ্রী উদ্ধার হয়েছে, সব মিলিয়ে তার বাজারমূল্যে কয়েক কোটি টাকা। যে অবস্থায় সোনা পাওয়া গিয়েছে, তা একপ্রকার বলা চলে সোনার স্তূপ। থরে থরে সাজানো সেসব সোনার গয়নাগাটি উদ্ধার করেছে পুলিশ। নগদ তো আছেই। ভোটের আগেই এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এসব কি ভোটে ছাপ্পা মারার প্রস্তুতি?

Karnataka Gold Recovery

Advertisement