দশেরা উৎসবে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। এই ঘটনার সঙ্গে তিনি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনা টানেন। তিনি বলেন, 'দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত হয়েছিল। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ণ হয়েছে। সেই ভারতে এমন ঘটনা ঘটে কী ভাবে? আরজি কর কাণ্ড এক কলঙ্কিত ঘটনা। এমন ঘটনা ঘটবেই বা কেন? একে তো এমন নৃশংস ঘটনা ঘটল, তার উপর অপরাধীদের রক্ষা করার চেষ্টা চলছে।' কলকাতায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেরও সমর্থন জানিয়েছেন মোহন ভাগবত। তাঁর কথায়, 'গোটা দেশ এখন ডাক্তার ভাইদের পাশে রয়েছে।'