Advertisement

Mohan Bhagwat: আজতক বাংলায় দেখুন! 26 এ বাংলায় BJP কে ক্ষমতায় আনতে কী কী গোপন প্ল্যান RSS র?

সামনের বছর রাজ্যে Vidhan Sabha Election। আর সেই ভোটে জিতে ফের একবার Mamata Banerjee রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বলেই দাবি TMC র। অন্যদিকে আবার তৃণমূলকে হঠিয়ে বাংলার মসনদ দখল করতে মরিয়া BJP। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাসক-বিরোধী উভয় পক্ষই। তবে এরই মাঝে উঠে আসছে বড় খবর। ২০২৬-এর নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই ময়দানে নামছে RSS ও। রাজস্থানের যোধপুরে আয়োজিত সমন্বয় বৈঠকেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। এক্ষেত্রে আরএসএস-এর প্রধান লক্ষ্য, ভোটের আগে সংগঠনের বিস্তার ও মতাদর্শকে আরও গভীরভাবে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সূত্রের খবর বাংলা নিয়ে নির্দিষ্ট প্ল্যান রয়েছে আরএসএস-এর। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

RSS strategy for west bengal assembly elections 2026

Advertisement