scorecardresearch
 
Advertisement

Varanasi International Cricket Stadium: মোদীকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার সচিনের, পিছনে লেখা 'নমো'

Varanasi International Cricket Stadium: মোদীকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার সচিনের, পিছনে লেখা 'নমো'

বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাসে গিয়ে জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতে জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর। জার্সির পিছনে লেখা, 'নমো'। এক নম্বর জার্সি দেওয়া হয়েছে তাঁকে। কেএল রাহুল এই নম্বরের জার্সি পরেন। এ দিন বারাণসীর ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাসের মঞ্চে ছিলেন সচিন তেন্ডুলকর, বিসিসিআই সভাপতি রজার বিনি, সুনীল গাভাস্কার, কপিল দেব এবং জয় শাহ-সহ বিশিষ্টরা। এই ক্রিকেট স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ করতে উত্তরপ্রদেশ সরকার খরচ করেছে ১২১ কোটি টাকা। এই জমিতে স্টেডিয়াম নির্মাণ করবে বিসিসিআই। ব্যয় ধরা হয়েছে ৩৩০ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরের আগে স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে। কানপুর, লখনৌয়ের পর এটা হতে চলেছে উত্তরপ্রদেশের তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম। ৩০ হাজারের কাছাকাছি দর্শক খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের নকশায় থাকছে বারাণসীর সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ রয়েছে।

Advertisement