Advertisement

'মুল্লি, জঙ্গি বলছে...', মন্দির ভাঙার ঘটনার পর আবেগঘন MP Iqra Hasan

আবেগপ্রবণ হয়ে পড়লেন সাহারানপুরে সাংসদ ইকরা হাসান। তিনি জানান, আমাকে জঙ্গি বলছে। শিব মন্দির বিবাদের ঘটনার কথাও উল্লেখ করেন। তাঁকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ ইকরার। তিনি বলেন,'রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক। কিন্তু কোনও মহিলার সম্মান নষ্ট করা উচিত নয়'।

Advertisement
POST A COMMENT