Advertisement

Sahitya Aajtak 2024: সাহিত্য আজতকের মঞ্চে পতিদেবদের টিপস দিলেন পদ্মশ্রী কবি সুরেন্দ্র শর্মা

সাহিত্যের মহাকুম্ভের দ্বিতীয় দিনে মঞ্চে উপস্থিত ছিলেন অশোক চক্রধর (পদ্মশ্রী, লেখক, কবি), সুরেন্দ্র শর্মা (পদ্মশ্রী, লেখক, কবি), অরুণ জৈমিনি (লেখক, কবি, ব্যঙ্গশিল্পী এবং হরিয়ানা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত)। পতিদেবদের ঘরে ফেরার সময় কীভাবে আসবে তার টিপস দিলেন পদ্মশ্রী কবি সুরেন্দ্র শর্মা। 'সাহিত্য আজতক'-এর সপ্তম সংস্করণ আয়োজন করা হয় দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে।

Advertisement
POST A COMMENT