Advertisement

PM Modi Paid Floral Tribute at Statue of Unity: ট্যাচু অব ইউনিটি-তে প্রধানমন্ত্রী মোদী, বললেন,'সর্দার বল্লভভাই দেশকে একজোট করেছিলেন'

বৃহস্পতিবার সর্দার বল্লভভাই পটেলের ''স্ট্যাচু অব ইউনিটি'তে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী। ২০১৪ সালের পর থেকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে এই দিনটি উদযাপন করছে মোদী সরকার। সেই উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্বের উচ্চতম মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ দেন প্রধানমন্ত্রী। বল্লভভাইয়ের স্মরণে মোদী বলেন,'১৯৪৭ সালে স্বাধীনতার পর গোটা ভারত যে এক হতে পারে, সেটা কেউ ভাবেননি। অনেকেই ভেবেছিলেন, দেশ ভেঙে যাবে। কিন্তু, বিভিন্ন রাজ্যগুলিকে একজোট করেছিলেন বল্লভভাই'।

Advertisement
POST A COMMENT