Advertisement

শ্রাবণের সোমবার উজ্জয়িনীতে উপচে পড়া ভিড়

জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল উজ্জয়িনীতে অবস্থিত মহাকাল মন্দির। সেখানে নিয়মিত ভস্ম দিয়ে মহাদেবের আরতি করা হয়। উজ্জয়িনীতে অনুষ্ঠিত ভস্ম আরতি দেখতে দূর-দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ আসেন। শ্রাবণ মাসের সোমবার সেই ভস্ম আরতি দেখতে ভিড় ছিল উপচে পড়ার মতো। হর হর মহাদেব ধ্বনি দিচ্ছেন ভক্তরা।

Advertisement
POST A COMMENT