scorecardresearch
 
Advertisement

Aditya L 1: ISRO-র আদিত্য L-1 মিশনের জন্য পারফিউম ব্যবহার ছেড়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা!

Aditya L 1: ISRO-র আদিত্য L-1 মিশনের জন্য পারফিউম ব্যবহার ছেড়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা!

আদিত্য L1. ভারতের এই সৌরযানই এখন সূর্য অভিযানে বাজি ISRO-র বিজ্ঞানীদের। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য L1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। কিন্তু জানেন কি এই সৌরযান পাঠানোর পিছনে রয়েছে ISRO-র বিজ্ঞানীদের একাংশের বড়সড় স্বার্থত্যাগ। জানা গিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA)-র গবেষকরা এই আদিত্য L1 মিশনে কাজ করার সময় কোনওরকম পারফিউম বা সুগন্ধী ব্যবহার করতে পারতেন না। এমনকি মেডিক্যাল কোনও স্প্রের ব্যবহারেও বলবৎ ছিল নিষেধাজ্ঞা। আপনারা হয়তো ভাবছেন আমরা একাংশ বলছি কেন? এমনিতেই চন্দ্রযান-3 থেকে শুরু করে আদিত্য-L1.ইসরোর যেকোনও প্রোজেক্টের নেপথ্যেই থাকে বিজ্ঞানীদের প্রচুর পরিশ্রম, অধ্যবসায়, স্বার্থত্যাগ। দিনের পর দিন, এমনকি বহু মাস পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা পারিবারিক কোনও অনুষ্ঠানে অংশ নিতেও পারেন তাঁরা। এমনকি নিয়ম করে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলাও হয়ে ওঠে না। সেটা বাড়ির লোক জানেও। কিন্তু এটা তো সব বিজ্ঞানীদের জন্যই প্রযোজ্য।

Scientists gave up perfume for ISRO's Aditya L-1 mission

Advertisement