Advertisement

তুষারের চাদরে ঢাকল একাধিক পর্যটকস্থল, উপচে পড়ছে ভিড়

বরফের পুরু চাদরে ঢেকেছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মুর বিস্তীর্ণ এলাকা। সোনমার্গ, মানালি, সিমলা, কেদারনাথের মতো পর্যটনস্থলগুলোতে ভিড়ও উপচে পড়ছে। সোমবার ও মঙ্গলবার এই জায়গাগুলিতে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
POST A COMMENT