'শাস্ত্র মতে কুম্ভ মাঘেই শেষ হয়ে গিয়েছিল। মাঘী পূর্ণিমার পর কুম্ভ ছেড়েছিলেন কল্পবাসীরা'। এমনটাই দাবি করলেন উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাঁর কথায়,'এতদিন সরকারি কুম্ভ চলছিল'।