Advertisement

Shocking Video: মর্মান্তিক ঘটনা, শ্মশানের দেওয়াল ধসে শিশু-সহ মৃত ৪ জন,CCTV

এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল হরিয়ানায়। গুরুগ্রামের অর্জুন নগরে একটি দেওয়াল ধসে পড়ে কয়েকজনের উপর। শ্মশানের দেওয়ালের পাশে বসেছিলেন কয়েকজন। এদের ছিল এক শিশুও। হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে তাদের উপর। এই ঘটনায় এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। দেওয়াল ভাঙার CCTV ভিডিও দেখুন।

Advertisement
POST A COMMENT