Advertisement

Shrawan Shah: বিহার থেকে মধ্যপ্রদেশে হনুমান সেজে মোদীর সভায় শ্রাবণ

যেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন সেখানেই হনুমান সেজে পৌঁছে যান ইনি। মধ্যপ্রদেশে মোদীর সভায় পাওয়া গেল এমন একজনকে যিনি বিহারের বেগুসরাই থেকে এসেছেন। নাম শ্রাবণ শাহ। তিনি বলেন, যেখানেই প্রধানমন্ত্রী মোদী জনসভা করেন, সেখানেই তিনি এই পোশাকে চলে যান। তিনি আরও কী বলেছেন শুনুন।

Advertisement
POST A COMMENT