Advertisement

Shubhanshu Shukla Return: ছেলে দেশের গর্ব, শুভাংশুর মা-বাবার চোখে জল, বলছেন...

লখনউতে, শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা এবং মা আশা শুক্লা তাঁদের ছেলের ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুভাংশু পৃথিবীতে নামতেই আবেগ তাড়িত হয়ে ওঠেন শুক্লা দম্পতি। সকলে তেরঙ্গা উড়িয়ে আনন্দে নাচতে শুরু করেন। শুভাংশুর মা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কাঁদতে শুরু করেন। ছেলে পৃথিবীতে ফিরতেই শুভাংশুর মা আশা শুক্লা বলেন যে তাঁর ছেলে একটি খুব বড় মিশন সম্পন্ন করে ফিরে এসেছে। চোখে জল আসা স্বাভাবিক। শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লাও তাঁর আনন্দ প্রকাশ করে বলেন যে, যারা আমাদের ছেলেকে আশীর্বাদ করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। মিশনের সাফল্যের পর, সারা দেশে উৎসবের পরিবেশ রয়েছে। শুভাংশুর ফিরে আসার পর পরিবার কেক কেটে উদযাপন করেছে।

Advertisement
POST A COMMENT