Advertisement

India Today Conclave Mumbai 2025:আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ওড়ে তেরঙা, গায়ে কাঁটা দেওয়া মুহুর্তের কাহিনি শোনালেন Shubhanshu Shukla

ঐতিহাসিক মিশনে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে চলে চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিলেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেই যাত্রার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই কথা বলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাও স্মরণ করেন শুভাংশু। যখন তিনি কথা বলছেন, সে সময়ে পিছনে ছিল তেরঙা পতাকা। সেটিও উল্লেখ করেন এই মহাকাশচারী। ইন্ডিয়া টুডে কনক্লেভ মুম্বই ২০২৫-এ শুভাংশু শুক্লা বলেন, 'এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছল ভারতের জাতীয় পতাকা। মহাকাশ থেকে এই প্রথম কেউ হিন্দিতে কথা বলল। এই স্মৃতি আজীবন থাকবে। ভারত মহাকাশে থাকবে বলেই পণ করেছে।'

Advertisement
POST A COMMENT