scorecardresearch
 

Sikkim Landslide Experience: এখনো চোখে মুখে আতঙ্ক, সিকিম ফেরত অভিজ্ঞতা শোনালেন পর্যটকেরা

Sikkim Landslide Experience: এখনো চোখে মুখে আতঙ্ক, সিকিম ফেরত অভিজ্ঞতা শোনালেন পর্যটকেরা

সিকিমে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী পর্যটকদের। যাঁরা গত কয়েকদিনে সিকিমের বিভিন্ন এলাকায় ছিলেন তাঁদের অনেককেই টুরে কাটছাঁট করে দ্রুত শিলিগুড়িতে ফিরে এসেছেন। টুর প্ল্যান ভেস্তে যাওয়ার একটা আক্ষেপ তো রয়েইছে। তবে পরিস্থিতি যেমন তৈরি হয়েছিল, তাতে বিপদ যে ঘটেনি তাতে তাঁরা স্থানীয় প্রশাসনিক তৎপরতা এবং উপরওয়ালাকেই ধন্যবাদ দিচ্ছেন। বাংলাদেশের একদল পর্যটকও ছিলেন এদের মধ্যে। তাঁরা কোনও মতে নেমে এসেছেন সিকিম থেকে।

Sikkim disaster hits tourism in the region