Advertisement

Sikkim Disaster: বৃষ্টিতে নাজেহাল সিকিমে আটকে বহু পর্যটক, জাতীয় সড়কে ধস সরানোর চেষ্টা

বৃষ্টি ধসে নাজেহাল সিকিম। তিনদিন পরেও সিকিমের সামগ্রিক পরিস্থিতির কোনও উন্নতি তো ঘটেইনি বরং টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে কয়েকটি জায়গায়। রবিবার নতুন করে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। কয়েক জায়গায় চলাচলের যোগ্য রাস্তাও অবশিষ্ট নেই। সিকিমের বিভিন্ন এলাকায় আটতে রয়েছে কয়েক হাজার পর্যটক। শনিবার রাত থেকে পাহাড়ি রাস্তায় নতুন করে একের পর এক ধসের খবর মিলেছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ সিকিমের একাধিক জায়গায়। সিকিম সহ দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স অঞ্চলে বৃষ্টি কমার নামই নেই। গত ২৪ ঘণ্টায় সিকিমে ১৯৪ মিমি বৃষ্টি হয়েছে। ফলে থমকে রয়েছে উদ্ধারকাজ। তবে এরই মধ্যে ধস সরানোর চেষ্টা চলছে।

Advertisement
POST A COMMENT