Advertisement

Sikkim Flash Flood Updates: 'ঘুমোচ্ছিলাম, সবাই চিৎকার করছিল', সিকিম নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

সিকিমের বন্যা প্রাণ কেড়েছে অনেকের। অনেকে ভিটে ছাড়া। কারও সন্ধান মিলছে। কেউ আবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। একের পর এক ভয়াবহ ঘটনার কাহিনী সামনে আসছে। তেমনই এক হাড়হিম করা ঘটনা শোনালেন এক মহিলা। তিনি জানালেন, 'সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম। শুনলাম, সবাই চিৎকার করছে। আমিও, আমার ছেলে ঘুম থেকে উঠলাম। ডাকাডাকি করলাম স্বামীকে। চারদিকে তখন জল থৈ থৈ। দেখে শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম।' প্রসঙ্গত, NDRF এবং সেনাবাহিনীর দল ৭ সেনা সদস্য সহ 25 মৃতদেহ উদ্ধার হয়েছে সিকিমে। প্রায় আড়াই হাজার জনকে উদ্ধারও করা হয়েছে।

Advertisement
POST A COMMENT