সিকিমের অতিবৃষ্টিতে তিস্তার জলস্তর বিপদসীমা ছাপিয়ে গিয়েছে। গত ২০২৩ সালে সিকিমের লোনাক হ্রদের জলে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায় মংগনের সাংকালাং ব্রিজ। এরপরে এবছরেই সাংকালংএ তিস্তা নদীর ওপর পুনরায় নবনির্মিত নতুন সেতুটি তিস্তার জলস্ফিতিতে বৃহস্পতিবার বিকেলে ধসে পড়ে। এই সাংকালাং সেতুটি মংগন জংগু এবং চুংথাংয়ের সাথে গ্যাংটককে একমাত্র যোগাযোগের পথ। যার নির্যাস, বহু পর্ষটক যেমন সিকিমে গিয়ে ফেঁসে গিয়েছেন। এখনও পর্যন্ত খবর, প্রায় ২ হাজার পর্যটক আটকে রয়েছেন সিকিমে। আটকা পড়া পর্যটকদের দূর্ঘটনা এড়াতে তাদের যে যেখানে আছে সেখানেই থাকতে বলা হয়েছে।