বুধবার থেকে সিকিমে ভারত-চিন সীমান্তে হঠাৎ প্রবল তুষারপাত শুরু হয়। ওই সময় নাথু লাতে ৫০০-রও বেশি পর্যটক সহ প্রায় ১৭৫টি গাড়ি আটকে পড়ে। আচমকা তুষারপাত ভারী তুষাররপাত শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে গ্যাংটকে নামিয়ে আনেন। পরে সেখান থেকে শিলিগুড়িতে সরিয়ে আনা হয়। পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হলেও, এদিনও বরফ সরানোর কাজ চলছে। বৃহ্স্পতিবারও তুষারপাত হওয়াতে বরফ সরানোর কাজ ব্যহত হয়। তবে কাজ চলছে। দ্রুত রাস্তা যোগাযোগের জন্য তৈরি করা হচ্ছে।