মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিৎ সিং। গেরুয়া কুর্তা ও ধুতি পরে দেখা যায় অরিজিৎ সিং। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েলও। দুজনের কমালেই ছিল হলুদ চন্দনের চওড়া তিলক।