Advertisement

Snake On The Train: মাঝরাতে ট্রেনের এসি কামরায় সাপ

ট্রেনের কামরায় আপনি শুয়ে আছেন। হঠাৎ যদি দেখেন আপনার পাশে একটি সাপও শুয়ে আছে। তাহলে কি করবেন। এরকমই ঘটনা ঘটেছে মগধ এক্সপ্রেসে। হাতিয়া-ইসলামপুর-দিল্লিগামী এক্সপ্রেসের B1 এসি কোচে একটি সাপ দেখতে পান কয়েকজন যাত্রী। তারা সেই সময় ছবিও তোলে। এরপর ইটাওয়া স্টেশন উদ্ধারকারী দল এসে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু সাপটি এমনভাবে ঢুকে আছে যে তাকে বের করে আনতে পারেনি উদ্ধারকারী দল। সাপ সমেত দিল্লির উদ্দেশে রওনা হয় ট্রেন। রেলের আধিকারিকরা জানান, ট্রেনের বগিকে আলাদা করেই সাপটিকে উদ্ধার করা হবে।

Advertisement
POST A COMMENT