Advertisement

Ayodhya Ram Mandir : আর মাত্র কয়েক ঘণ্টা, ফুল দিয়ে সুসজ্জিত রামলালার মন্দির দেখলে মন ভরে যাবে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই অযোধ্যায় সেই বহুপ্রতিক্ষিত ক্ষণ উপস্থিত হবে। দিন-ক্ষণ-তিথি-নক্ষত্র দেখে যে মুহূর্ত ঠিক করা হয়েছে, সেসব ঠিক ঠিক মেনে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলাল্লার। তার আগে শুধু কি রামমন্দির, গোটা অযোধ্যাজুড়ে সাজো সাজো পড়ে গিয়েছে। মন্দির ইতিমধ্যেই সেজে উঠেছে। মন্দিরজুড়ে শুধু মনোরম ফুলের সজ্জা। মন্দিরের বাইরে-ভিতরে সুদৃশ্য সেই ছবি দেখা যাচ্ছে।

Sneak Peak Into Ayodhya's Ram Mandir

Advertisement