Advertisement

Snow Martial Arts: জম্মু ও কাশ্মীরে স্নো মার্শাল আর্ট প্রচারে দুধপাথরিতে প্রশিক্ষণ শিবির

জম্মু ও কাশ্মীরে স্নো মার্শাল আর্ট প্রচারের জন্য, বুদগাম জেলার দুধপাথরিতে স্নো মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে অনেক শিশু অংশ নেয়। এসময় শিশুরা তাদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে। শিশুদের মার্শাল আর্ট করতে দেখা যায়। বরফের চাদরে শিশুরা অনুশীলন করলেও তাদের মনোবল ছিল তুঙ্গে।

Advertisement
POST A COMMENT