Advertisement

Akhilesh Yadav: 'বিরোধী জোট ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করা হবে', সংসদে বললেন অখিলেশ

সংসদে এই নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। মঙ্গলবার সংসদে ভাষণে অখিলেশ বললেন, 'প্রশ্নফাঁস কেন হচ্ছে? আসল সত্যিটা হল, এটা সরকারই করছে, যাতে যুবকদের চাকরি দিতে না হয়।' অন্য দিকে, অগ্নিবীর প্রকল্প মানা হবে না বলেও এদিন সরব হয়েছেন অখিলেশ। বলেছেন, 'অগ্নিবীর প্রকল্প মানব না। বিরোধী জোট ক্ষমতায় এলে এই প্রকল্প বাতিল করা হবে।'

Advertisement
POST A COMMENT