Advertisement

PSLV-C62 MISSION ফেল! ঠিক কী ঘটল?

ইসরোর PSLV-C62 মিশন কার্যত মহাকাশেই হারিয়ে গেল। সফল উৎক্ষেপণের পরেও নির্দিষ্ট কক্ষপথে ১৬টি উপগ্রহকে পৌঁছে দিতে পারল না PSLV C62 রকেট। যদিও উৎক্ষেপণ হয়েছিল স্বাভাবিক ভাবেই। উৎক্ষেপণে কোথাও কোনও গোলযোগ ছিল না। তবে তারপরেও বিপত্তি রোখা গেল না। প্রথম দুটি ধাপে ২৬০ টনের এই রকেটটি দেশবাসীকে আশার আলো দেখিয়েছিল। কিন্তু তৃতীয় পর্বে, অর্থাৎ শেষলগ্নে ঘটে বিপত্তি। ইসরো-র তরফে বলা হয়, "PSLV C62 -তে PS3 পর্যায়ের শেষের দিকে অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে বিশদে বিশ্লেষণ করা হচ্ছে।"

TAGS:
Advertisement
POST A COMMENT