Bihar র আরায় এক অদ্ভুত প্রেমের গল্প সামনে এসেছে। যেখানে গ্রামবাসীরা বান্ধবীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিয়েছে। গোপনে বাবা-মায়ের বাড়িতে দেখা করতে আসা প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয়রা। এরপর গ্রামবাসীদের সম্মতিতে স্থানীয় গ্রামের শিব মন্দিরে দুই প্রেমিক প্রেমিকার বিয়ে দেওয়া হয়। এই Video এখন Social Media য় খুব দ্রুত Viral হয়েছে। মঙ্গলবার চরপোখরি থানা এলাকার কোয়াল গ্রাম থেকে ঘটনাটি বলে জানা যাচ্ছে।