দিল্লির পথ কুকুরদের নিয়ে আগের নির্দেশ বদল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু পথ কুকুরদের নিয়ে বিতর্ক আর থামছে না। এবার কানপুরে এক কলেজ ছাত্রীকে হামলা করল কুকুররা। তাঁর মুখে পড়েছে ১৭টি সেলাই।