স্পেস স্টেশন থেকে পৃথিবীর পথে রওনা দিলেন শুভাংশু শুক্লা। আর তার আগে, শেষবারের মতো মহাকাশ থেকে প্রাণভরে ভারতকে দেখলেন 'গ্রুপ ক্যাপ্টেন'। ৪১ বছর আগের, রাকেশ শর্মার সুরেই বললেন, 'সারে জহা সে আচ্ছা'। তিনি বললেন, 'আজকের ভারত অনেক বেশি আত্মবিশ্বাস, সম্ভাবনা ও আত্মমর্যাদায় পরিপূর্ণ।' আগাামিকাল, ১৫ জুলাই পৃথিবীর মাটি স্পর্শ করতে চলেছেন শুভাংশু।