scorecardresearch
 
Advertisement

PM Modi: 'এক পরিবারে সবার পৃথক আইন হলে, সংসার চলবে?' ভোপালে মুসলিমদের কী বার্তা মোদীর?

PM Modi: 'এক পরিবারে সবার পৃথক আইন হলে, সংসার চলবে?' ভোপালে মুসলিমদের কী বার্তা মোদীর?

মধ্যপ্রদেশের ভোপালে বুথকর্মীদের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ইউনিফর্ম সিভিল কোডের নামে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে। আমাকে বলুন একটি বাড়িতে যদি একজনের জন্য এক এবং একজন সদস্যের জন্য অন্য নিয়ম থাকে, তাহলে কি সেই বাড়ি চলতে পারে?"তাহলে এমন পরিস্থিতিতে একটি দেশ কীভাবে চলতে পারে? আমাদের মনে রাখতে হবে যে ভারতের সংবিধানেও সবার জন্য সমতার কথা বলা হয়েছে। এই লোকেরা অভিযোগ করে কিন্তু সত্য হল যারা মুসলমানদের কথা বলে তাহলে তারা শিক্ষায় পিছিয়ে থাকত না, চাকরি করতেন এবং কষ্টের জীবন যাপন করতেন না।" "সুপ্রিম কোর্ট বারবার বলেছে কমন সিভিল কোড আনতে কিন্তু এই মানুষগুলো ভোট ব্যাঙ্কের জন্য ক্ষুধার্ত।

Advertisement