scorecardresearch
 
Advertisement

Indian Railways: ট্রেনে নিজের জিনিস সামলে রাখুন, চুরি গেলে রেল দায়ী নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

Indian Railways: ট্রেনে নিজের জিনিস সামলে রাখুন, চুরি গেলে রেল দায়ী নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

আপনি কি নিয়মিত ট্রেনে সফর করেন? তাহলে কিন্তু আপনার আরও সাবধান হওয়ার সময় এসে গিয়েছে। কারণ ট্রেনের সফররত অবস্থায় চুরি সংক্রান্ত ক্ষতিপূরণের মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ট্রেনের ভিতর থেকে যদি আপনার টাকা বা কোনও সামগ্রী খোয়া যায়, তাহলে সেই সামগ্রী বা টাকার ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় রেল। কারণ এটিকে 'পরিষেবায় বিচ্যূতি' বলা যায় না। জানা গিয়েছে, ট্রেনের সফরকালীন সুরেন্দ্র ভালার নামে এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে খোয়া যায় প্রায় এক লক্ষ টাকা। ওই ব্যক্তি দাবি করেন, তিনি ঘুমোচ্ছিলেন। এরপর উঠে দেখেন তাঁর পকেটে থাকা এক লক্ষ টাকা আর নেই। এরপরই রেলের পরিষেবার ত্রুটির অভিযোগ তুলে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তিনি।

Railways Not Liable For Theft Of Passenger’s Belongings

Advertisement