'গোটা ভারত থেকে রফতানিকৃত গোমাংসের অর্ধেক উত্তরপ্রদেশ থেকে যায়। এখনই গোমাংসের রফতানি বন্ধ করুন। না করতে পারলে গেরুয়া বসন ছাড়ুন। নিজেকে হিন্দু বলা বন্ধ করুন'। বিস্ফোরক শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ।