তাজমহল যে জমিতে তৈরি হয়েছে, সেই জমি আমাদের ছিল। এমনই দাবি করলেন দিয়া কুমারী। তাজমহল নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। চৌঠা মে তাজমহল নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। মুঘল আমলের তাজমহলের মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিকাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। এর মধ্যে দিয়া কুমারী বলেন, তাজমহল তৈরি হয়েছে তাদের জমিতেই। কে এই দিয়া কুমারী। চলুন জেনেনি।
Diya Kumari claims Taj Mahal land originally belonged to Jaipur royal family