Advertisement

এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু এক যাত্রীর

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে চলন্ত টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন লাগে বলে খবর। আগুন ধরে যায় ট্রেনের ২টি কোচে। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনকাপল্লী জেলায়। রাত ১টা নাগাদ ইলামানচিলি রেল স্টেশনে ঢুকতেই লোকো পাইলট আগুনের শিখা দেখতে পান। বি১ এসি কোচে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এম১ এসি কোচ এবং সংলগ্ন বি২ কোচেও। ৩টি কামরাই সম্পূর্ণ ঝলসে যায়। একটি কামরায় ৮২ জন ও অন্য কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন। এক এক করে নামানো হয় যাত্রীদের। তবে দাউদাউ করে জ্বলতে থাকা কামরা থেকে প্রাণ হাতে করে নামার সময়ে এক যাত্রীর গায়ে আগুন ধরে যায়। কোনওমতেই তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

Advertisement
POST A COMMENT