Advertisement

Elon Musk Buys Twitter: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনলেন এলন মাস্ক, কেন জানেন ?

মালিকানা বদল টুইটারের। টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক। গত কয়েকদিন ধরে এ ব্যাপারে জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান হল। ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা করেছেন। টুইটারের বোর্ড একসঙ্গে ইলন মাস্কের প্রস্তাব গ্রহণ করেছে এবং এই চুক্তিটি এই বছরেই সম্পন্ন হবে। গত কয়েকদিন ধরেই ইলন মাস্কের অফার নিয়ে টুইটার বোর্ডের অন্দরে আলোচনা চলছিল। আসলে, ইলন মাস্ক বিশ্বাস করেন যে টুইটারকে বাকস্বাধীনতার জন্য ব্যক্তিগত করতে হবে এবং সে কারণেই তিনি টুইটার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

Elon Musk Bought Twitter

Advertisement
POST A COMMENT