Advertisement

Thackeray Brothers Reunion: 'আমরা বুঝে গিয়েছি বটেঙ্গে তো কটেঙ্গে', ঠাকরে ব্রাদার্সের রিইউনিয়ন

২০ বছর পর দুই ভাই একমঞ্চে। উদ্ধব ঠাকরের হাতে হাত মিলিয়ে হুঙ্কার দিচ্ছেন রাজ ঠাকরে। মহারাষ্ট্রে রিইউনিয়ন হল ঠাকরে ব্রাদার্সের। উদ্ধবে বললেন,'এটা সবে শুরু। একসঙ্গে চলার জন্য হাত মিলিয়েছি'। মরাঠি অস্মিতাও উঠে আসে তাঁর বক্তব্যে। সেই সঙ্গে বিজেপির চর্চিত স্লোগান ধার করে বলেন,'আমরা বুঝে গিয়েছি, বটেঙ্গ তো কটেঙ্গে।

Advertisement
POST A COMMENT