scorecardresearch
 
Advertisement

Jammu and Kashmir: বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ দিয়ে কবে ট্রেন চলবে? রেল জানাল

Jammu and Kashmir: বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ দিয়ে কবে ট্রেন চলবে? রেল জানাল

চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে রামবন থেকে রিয়াসি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পটি বছরের শেষ নাগাদ শেষ হবে বলে জানিয়েছে নর্দান রেল। এই রেল প্রকল্পের মধ্যে ৪৮.১ কিলোমিটার দীর্ঘ বানিহাল-সাঙ্গলদান অংশ রয়েছে, যা ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। প্রকল্পের প্রথম ধাপ ১১৮ কিলোমিটার দীর্ঘ কাজীগুন্ড-বারামুল্লা অংশকে কভার করে, যা ২০০৯ সালের অক্টোবরে উদ্বোধন করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে ২০১৩ সালের জুন মাসে ১৮ কিলোমিটার দীর্ঘ বানিহাল-কাজিগুন্ড অংশের এবং ২০১৪ সালের জুলাই মাসে ২৫ কিলোমিটার দীর্ঘ উধমপুর-কাটরা অংশের উদ্বোধন হয়।

Advertisement