scorecardresearch
 
Advertisement

The Man Behind Chandrayaan 3: চন্দ্রযান 3 চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায়, এই অভিযানের নেপথ্য নায়ককে চিনে নিন

The Man Behind Chandrayaan 3: চন্দ্রযান 3 চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায়, এই অভিযানের নেপথ্য নায়ককে চিনে নিন

আর কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই চাঁদের মাটিতে পা দেবে চন্দ্রযান-3। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমানাথের কৃতিত্ব অনেক। তাঁর নেতৃত্বেই চন্দ্রযান-3 মিশন। ইসরো প্রধান এস সোমানাথ, চন্দ্রযান-3 মিশন শুরুর প্রথম দিন থেকে খবরের শিরোনামে রয়েছেন। তাঁর অবদান অনেক। ইসরো প্রধান এস সোমানাথ 1964 সালের জুলাই মাসে কেরালার আলাপ্পুঝারের অরুরে এক দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম শ্রীধরা পানিকার সোমানাথ।

The Man Behind Chandrayaan 3 Isro Chairman S Somanath

Advertisement