Advertisement

Mount Abu: রাজস্থানের মাউন্ট আবুতে শূন্যর নিচে তাপমাত্রা, ঠান্ডা উপভোগ করতে ভিড় পর্যটকদের

রাজস্থানের মাউন্ট আবুতে তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ঘন কুয়াশায় ঢেকে যায় এলাকা। পর্যটক ও স্থানীয় মানুষরা এই ঠান্ডায় নিজেদের গরম রাখতে রাস্তার মধ্যেই আগুন পোহাতে থাকে। সঙ্গে গরম চায়ে চুমুক। মরু শহরের মাউন্ট আবুর উচ্চতার জন্যই সমভূমির তুলনায় ঠান্ডা বেশি। রাজস্থানের একমাত্র হিল স্টেশনে শীতের সময় তাই পর্যটকদের ভিড়।

Advertisement
POST A COMMENT