Advertisement

'দেশে ২ জন নমুনা আছে', কাদের দিকে ইঙ্গিত করলেন যোগী আদিত্যনাথ?

উত্তরপ্রদেশে কোডিনযুক্ত কাশি সিরাপ বিতর্কে নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সমালোচনা করলেন। উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে ওই দুই নেতার নাম না করে তাঁদের 'নমুনা' বলে কটাক্ষ করেন। বলেন, 'দেশে ২ জন নমুনা আছেন। একজন দিল্লিতে অন্যজন লখনউতে। যখন কোনও বিষয়ে আলোচনা হয়, তখনই তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যান। আমার মনে হয় তোমার বাবুয়ারাও (সন্তান) একই জিনিস করবে। সেও হয়তো দেশ ছেড়ে ইংল্যান্ড পালাবে। আর আপনারা এখানে বসেই চিৎকার করতে থাকবেন।'

Advertisement
POST A COMMENT