Advertisement

Navratri 2023: নবরাত্রির প্রথমদিনে বারাণসী মন্দিরে প্রচুর ভক্তদের প্রার্থনা

রবিবার সকালে নবরাত্রি শুরু হওয়ায় হাজার হাজার ভক্ত বারাণসীর মন্দিরে প্রার্থনা করতে জড়ো হয়েছিল। এলাকায় অবস্থিত দুর্গা মন্দিরসহ শহরের বিভিন্ন মন্দিরে মানুষকে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা গেছে। আশ্বিন মাসে নয় রাত ধরে এই উৎসব চলে।

Advertisement
POST A COMMENT