Advertisement

Maha Kumbh: দশম দিনে মহাকুম্ভে হাজার ভক্তের পবিত্র স্নান, ভক্তদের খাওয়াতে ইসকনের মেগা রান্নাঘর

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গঙ্গা, যমুনা এবং সরস্বতী - তিনটি নদীর পবিত্র সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে হাজার হাজার মানুষ সঙ্গমের ঘাটে জড়ো হয়। এ পর্যন্ত প্রায় ৮.৮১ কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। ৪৫ দিন-ব্যাপী মহাকুম্ভের দশমদিন আজ। এই মহাকুম্ভ ১৪৪ বছরে শুধুমাত্র একবার ঘটে। ইসকন প্রতিদিন এক লাখেরও বেশি ভক্তদের সেবা করার জন্য অত্যাধুনিক মেগা রান্নাঘর খুলেছে। মহাকুম্ভ জুড়ে ২০টি নির্দিষ্ট স্থানে খাবার তৈরি এবং বিতরণ করা হয়। প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক এখানে পরিবেশন করছেন। রাত দুটোয় শুরু হয় রান্না। প্রায় ৫০ হাজার মানুষের জন্য সকাল ৯ টা পর্যন্ত রান্না হয়। প্রয়োজন অনুযায়ী এর আরও বেশি প্রস্তুত করা হয়।

Advertisement
POST A COMMENT