Advertisement

Modhera Sun Temple: গুজরাতের মোধেরা মন্দিরে ৩ হাজার মানুষের সূর্য নমস্কার, নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

নতুন বছরের প্রথম দিনে গুজরাতের আইকনিক মোধেরা সূর্য মন্দিরে প্রায় তিন হাজার মানুষ সূর্য নমস্কার করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। গিনেস বুকের বিচারক স্বপ্নিল ডাংরিকার বলেন, "সর্বোচ্চ সংখ্যক মানুষের সূর্য প্রণাম একটি নতুন রেকর্ড।" গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

Advertisement
POST A COMMENT