দলাই লামার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা। হিমাচল প্রদেশের ধর্মশালায় দলাই লামার দীর্ঘায়ু কামনা প্রার্থনা করেন হাজার হাজার নির্বাসিত তিব্বতিরা। মঙ্গোলিয়ানরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রার্থনা অনুষ্ঠানে।