মধ্যপ্রদেশের পেঞ্চ রিজার্ভের একটি কুয়োতে পড়ে যায় একটি বাঘ ও একটি শুয়োর। আশ্চর্যের ব্যাপার সারা রাত একসঙ্গে থাকার পরও শিকারকে আক্রমণ করেনি শিকারী। যদিও মনে করা হচ্ছে এই শুয়োরটিকে ধরতে গিয়েই কুয়োতে পড়ে যায় দুজনে। অবশেষে বন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ধার করে। চার ঘণ্টার অভিযানে ৬০ জনের একটি দল উদ্ধার করে এদের। প্রথমে জলের মধ্যে একটি খাটিয়া নামানো হয়। যাতে তারা তার উপর বসতে পারে। পরে বাঘটিকে উদ্ধার করতে খাঁচা নামানো হয়। বাঘটিকে খাঁচায় ঢুকে যায়।