ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই গতকাল ইস্তফা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তারপরেই শুরু হয়েছে তৃণমূলের খোঁচা দেওয়া। সেমতোই কটাক্ষ করতে ছাড়েননি ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে থাকা নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এদিন একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। তারা জনসমর্থন হারিয়েছে। বিপ্লব দেবের সরকার মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে, এই সরকার কিছুই করতে পারেনি। তাই বিপ্লব দেবের পদত্যাগে বিজেপির ধস আটকাবে না। ত্রিপুরায় সত্যিকারের পরিবর্তন আসন্ন।”
Rajib Banerjee Attacks Tripura BJP over CM Biplab Deb Resignation