Advertisement

Abhishek Banerjee on Union Budget 2025: 'বিহারকে বোনানজা, বাংলাকে অবরোধ', বাজেট নিয়ে অভিষেক-তোপ

বাংলাকে শূন্য দিয়েছে। বিহারকে বোনানজা দেওয়া হয়েছে। লোকসভায় এভাবেই কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, 'নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের উপর জিএসটি নিচ্ছে। সব কিছুর উপর জিএসটি। তার উপরে টোলট্যাক্স, সেস তো রয়েইছে'।

Advertisement
POST A COMMENT