Advertisement

Dola Sen: মণিপুরের পরিস্থিতি খুবই খারাপ... প্রধানমন্ত্রীর বিবৃতি চাই: দোলা সেন

তৃণমূল সাংসদ দোলা সেন মণিপুর ইস্যুতে বলেন, পরিস্থিতি খুবই খারাপ। ৩ মাস হয়ে গেছে মণিপুরে ইন্টারনেট নেই। রাস্তা বন্ধ, কোনও ওষুধ পাওয়া যাচ্ছে না। আর আমরা অমৃত কাল উদযাপন করছি। এটি খুবই দুঃখজনক প্রধামন্ত্রী মোদী মণিপুর ইস্যুতে শুনছেন না এবং বলছেনও না। আমরা দাবি করছি মণিপুর রাজ্যে শান্তি ফিরে আসুক। আর প্রধানমন্ত্রী এব্যাপারে বিবৃতি দিক।

Advertisement
POST A COMMENT