Advertisement

Mahua Moitra: 'মা দুর্গা এসে গিয়েছে...' সংসদে পৌঁছে বললেন মহুয়া, দেখুন

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের 'টাকার বদলে প্রশ্ন' মামলার বিষয়ে লোকসভার এথিক্স কমিটির রিপোর্টটি আজ পেশ করা হবে স্পিকার ওম বিড়লার কাছে। এথিক্স কমিটির সুপারিশের পক্ষে লোকসভা ভোট দিলেই মহুয়াকে বহিষ্কার করা যেতে পারে। এদিকে এদিন সংসদে ঢোকার মুখে মহুয়া সরকার পক্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন। এদিন তিনি বলেন, “অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।” তাঁর আরও হুঙ্কার, “মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাক কী হয়। ওরা বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ দেখবে।”

Advertisement
POST A COMMENT