দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বসেছিলেন মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েন, শতাব্দী রায় সহ ৮ তৃণমূল সাংসদ। I-PAC এর অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ED রেড নিয়ে বিরোধিতা করছিলেন তাঁরা। বিক্ষোভরত তৃণমূল সাংসদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেসবুক লাইভ করেন মহুয়া। শাহ, দিল্লির পুলিশ, BJP এবং ED-কে তুলোধনা করে কী বললেন তিনি?
TMC MPs Protest In front Of Amit Shah Office at Delhi